How was our beloved Prophet (peace be upon him)?

How was our beloved Prophet


Muhammad ibn 'Abd Allah ibn Abd al-Muttalib ibn Hashim, commonly known as Muhammad is considered to be the seal of Allah's Messenger and Prophets in all major branches of Islam. Muslims believe that the Qur'an, the central religious text of Islam, was revealed to Muhammad by Allah and that Muhammad (PBUH) was sent to restore Islam, which they believe did not originate with Muhammad but with Adam, Abraham, Moses, Isha, and other prophets. The real unchanging core monotheistic belief. The religious, social, and political principles that Muhammad (PBUH) established with the Qur'an became the foundation of Islam and the Muslim world.

Muslims often refer to Muhammad as the Prophet Muhammad, or simply "Prophet" or "Messenger" and consider him to be the greatest of all prophets. Muslims see him as possessing all virtues. As an act of honor, Muslims follow the name of Muhammad by the Arabic blessing Sallallahu 'alaihi wa sallam, (meaning Peace to be upon him), sometimes it is abbreviated as "SAW" or "PBUH".

How was our beloved Prophet (peace be upon him)?

1. He remained silent many times.

2. He smiled less.

3. He used to smile; a smile would stick to his lips.

4. He did not laugh.

5. He did not leave the tahajjud prayers.

6. He apologized a hundred times.

7. He never took revenge for himself.

8. He did not hit anyone except on the battlefield.

9. When he was in danger, he would stand for immediate prayers.

10. When he was ill, he would sit and pray.

11. He used to greet the children.

12. He would greet the assembled women.

13. He had absolute affection for children.

14. He was gentle with family members.

15. He used to fast on Mondays and Thursdays.

16. He used to wake up and do miswaak.

17. He hated lies the most.

18. He used to accept gifts.

19. He used to do sadaqah (charity).

20. He always remembered Allah.

21. He feared Allah the most.

You may know- Hell or Jahannam | The hell according to Qur'an-Hadith

22. He used to donate whatever he could get his hands on in the way of Allah.

23. If someone sat down to talk, he would not get up until the person got up.

24. He did not eat food on small plates even for the sake of ritual.

25. He always feared Allah.

26. Most of the time he remained silent.

26. Didn't talk unnecessarily.

26. When speaking, he spoke clearly so that the listener could easily understand.

29. The speech did not last long so the audience would be annoyed. And he did not keep it short so that it would be incomplete.

30. He did not use harshness in words, deeds, and transactions.

31. He liked humility.

32. He did not neglect the people who came to him.

33. Did not interfere with anyone.

34. If it was against the Shariah, he would refrain from it or get up from there.

35. He used to appreciate every blessing of Allah Ta'ala.

36. Don't blame the food. If he wanted to, he would either eat it or leave it out.

37. He loved forgiveness.

38. He would answer any question properly so that the questioner would be fully informed about it.

39. Always be patient. The qualities of the Prophet (peace be upon him) cannot be described. May Allah Ta'ala grant us the tawfiq to be in the character of the Prophet (peace be upon him), Amen

 

কেমন ছিলেন আমাদের প্রিয় নবী রাসুল (সঃ)?

. তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।

. তিনি কম হাসতেন।

. তিনি মুচকি হাসতেন,হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।

. তিনি অট্টহাসি হাসতেন না।

. তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।

. তিনি শতবার ক্ষমা প্রার্থণা করতেন।

. তিনি নিজের জন্যে কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না।

. তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেও আঘাত করেননি।

. তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাড়িয়ে যেতেন।

১০. তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।

১১. তিনি শিশুদের সালাম দিতেন।

১২. তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।

১৩. তিনি শিশুদের পরম স্নেহ করতেন।

১৪. তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।

১৫. তিনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন।

১৬. তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।

১৭. তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।

১৮. তিনি উপহার গ্রহণ করতেন।

১৯. তিনি সাদকাহ (দান) করতেন।

২০. তিনি সব সময় আল্লাহ কে স্মরণ করতেন।

২১. তিনি আল্লাহ কে সার্বাধিক ভয় করতেন।

২২. হাতে যা আসত, তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।

২৩. কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা নাপর্যন্ত তিনি উঠতেন না।

২৪. লৌকিকতার প্রয়োজনেও ছোট প্লেটে খাবার খেতেন না।

২৫. সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন।

২৬. অধিকাংশ সময়ই নিরব থাকতেন।

২৭. বিনা প্রয়োজনে কথা বলতেন না।

২৮. কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবনকারী সহজেই বুঝে নিতে পারে।

২৯. বক্তব্য দীর্ঘস্হায়ী করতেন না যাতে শ্রোতারা বিরক্ত হয়ে যায়। এবং এত সংক্ষিপ্ত করতেন না যাতে কথা অসম্পূর্ণ থেকে যায়।

৩০. কথা, কাজে লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।

৩১. নম্ৰতাকে পছন্দ করতেন

৩২. তার নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।

৩৩. কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।

৩৪. শরীয়ত বিরোধী কথা হলে তা থেকে বিরত রাখতেন বা সেখান থেকে উঠে যেতেন।

৩৫. আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।

৩৬. খাদ্য দ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।

৩৭. ক্ষমাকে পছন্দ করতেন।

৩৮. যে কোন প্রশ্নের যথাযথ উত্তর দিতেন, যাতে প্রশ্নকারী সে ব্যাপারে পরিপূর্ণ অবহিত হয়।

৩৯. সর্বদা ধৈর্য্য ধরতেন। রাসুল (সা.) এর গুণাবলী বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন, আমিন

Reactions

Post a Comment

0 Comments